জুয়ার অ্যাপের প্রচারে জান্নাতুল পিয়া, সমালোচনার ঝড়

অনলাইন ডেক্স: বাংলাদেশের বিনোদন অঙ্গনে তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় অংশগ্রহণ নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা গেছে।

জান্নাতুল পিয়া পেশায় একজন আইনজীবী, যা বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে। অনেকেই মনে করছেন, একজন আইনজ্ঞ হয়ে এমন অ্যাপের প্রচারে অংশ নেয়া অনৈতিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

নেটিজেনদের প্রশ্ন, “যদি একজন আইনজীবী এ ধরনের কাজে যুক্ত হন, তাহলে সাধারণ মানুষ কীভাবে সচেতন হবে?

বিপিএল উপলক্ষে জান্নাতুল পিয়া একটি ক্রিকেটভিত্তিক শো উপস্থাপনা করছেন, যা ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হচ্ছে। এই শোতে ম্যাচ-পূর্ব বিশ্লেষণের সময় তাকে জুয়ার অ্যাপের লোগো সম্বলিত টি-শার্ট পরতে দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।