নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় বিএনপির ত্যাগী নেতৃবৃন্দের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে শনিবার বাদ আসর শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে কুষ্টিয়া পৌরসভার অন্তর্গত ১৩, ১৭ ও ২০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ত্যাগী নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির।
এ্যাড. অপু বললেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা না দিলে আজও আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতাম। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। মহান এই নেতার মৃত্যুবার্ষিকীর দিনে যারা সম্মেলনের আয়োজন করেছে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা করেছেন। আমরা এই সম্মেলনের তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, শহর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টনা, সাইফুজ্জামান টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।