জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শেষ

রোমান হোসেন, সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। সোমবার (২৫আগস্ট )বিকেলে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২৭৬ মনোনয়নের মধ্যে যাচাই-বাছাই শেষে বাদ পড়েছে ২০টি, বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৬ জন নারী ও ১৪জন পুরুষ প্রার্থী রয়েছেন। আর বৈধ হয়েছে ২৫৬ জন।

বিকেলে বিশ্ববিদ্যালয়  সিনেট হলে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর  একে এম রাশিদুল ইসলাম। এরপর প্রার্থীতা প্রত্যাহারের পর আগামী ২৮ আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনো ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করতে পারেনি। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জাকসু নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়।

তবে, এখনো পর্যন্ত ছাত্রত্ব শেষ হওয়ার শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়ন্ত্রণ করতে পারেনি বহিরাগত প্রবেশ। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com