জামালপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০, যান চলাচলে বিঘ্ন

চ্যানেল7বিডি ডেক্স: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ৩ জন হাসপাতালে ভর্তি
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয়রা জানান, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে জামালপুরগামী প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ১০ জন আহত হন।

যান চলাচলে বিঘ্ন
দুর্ঘটনার পর রাস্তার দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের পদক্ষেপ
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *