জামায়াত আমির: দু-এক দিনের মধ্যে সুখবর আসছে

অনলাইন ডেক্স: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে সুখবর আসতে পারে। তিনি দেশের সার্বভৌমত্ব নিয়ে আপসহীন অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “আমরা কারও ফাঁদে পা দেব না, কারও কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না। আশা করি, খুব শিগগিরই সুখবর পাবেন।”

বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপ শেষে জামায়াত আমির রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি এবং এ বিষয়ে সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা বিজয় অর্জন করেছি। চলমান ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দেশি-বিদেশি গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।