চ্যানেল7বিডি ডেক্স: ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
কবে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন?
প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনের সময় নির্ভর করছে রাজনৈতিক সংস্কারের মাত্রার ওপর।
সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বর ২০২৫-এর মধ্যে হবে।
সংস্কার বেশি হলে নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে হতে পারে।
আবহাওয়াগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সময়সূচি
প্রেস সচিব উল্লেখ করেন, এপ্রিল থেকে কালবৈশাখী ও বর্ষা শুরু হয়, যা নির্বাচন পরিচালনার জন্য প্রতিকূল। তাই ডিসেম্বর ২০২৫ অথবা সর্বোচ্চ মার্চ ২০২৬-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত এখনো হয়নি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে বিষয়ে এখনো উপদেষ্টা পরিষদ কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। এসময় আরও উপস্থিত ছিলেন—
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ
সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি
এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কবে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন।
তথ্যসূত্র: বাসস