জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতা কামাল খাঁন সংবর্ধিত

জেলা প্রতিনিধি : সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক, সাংবাদিক কামাল খাঁন পবিত্র সৌদি আরব থেকে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন কমিশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। 

সোমবার (২ ডিসেম্বর) সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের জেলা কমিটির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

কামাল খাঁন বিমানবন্দর থেকে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা কমিটির উপশহরস্থ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

কমিশনের জেলা কমিটির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহান উদ্দিন নাজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মুক্তাদির, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান, জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল খাঁন মুন্না, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সদস্য হোসেন আহমদ, নাঈম আহমদ, ইসহাক তালুকদার, আব্দুর রাজ্জাক, সাংবাদিক জামিল আহমেদ।

আরো ছিলেন, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি শোয়েব আহমেদ, যুবদল নেতা ইকবাল আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার  সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তাবারক আলী, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, সদস্য রেহান আমেদ, মুজিব আহমেদ, জুবের আহমেদ, জুয়েল আহমেদ, রিয়াদ উদ্দিন, যুবদল নেতা ইকবাল আহমেদ প্রমূখ। 

সংবর্ধিত অতিথির বক্তব্যে আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খাঁন বলেন, সংগঠন একটি পরিবার, সকল সদস্য একে অপরের ভাই। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনকে গতিশীল করতে কমিশনের প্রত্যেককে স্ব স্ব জায়গা থেকে কাজ করে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। সংগঠনের কার্যক্রম প্রসারিত করতে সুদূর বিদেশেও কমিশনের কমিটি গঠন করা হয়েছে। 

কয়েকটি উপজেলা কমিটি ঢেলে সাজানোর কথা উল্লেখ করে কামাল খাঁন আরো বলেন, যে সব উপজেলায় কমিটি নেই সেখানে কমিটি দেয়া হয়ে। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কেন্দ্রীয় কমিটি বৃহৎ প্রোগ্রাম হাতে নিয়েছে। ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনকারী ও উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।