(জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রত্যাখ্যান করে আবার পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রোমান হোসেন সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গেল ১১ সেপ্টেম্বর শেষ হওয়া (জাকসু) নির্বাচনে  অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে আবার পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শেখ সাদী।

 এসময় নারী জিএসপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সহ নির্বাচনে অংশ নেওয়ার সকলে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শেখ সাদী ১২টি দাবি তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে তাই তারা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। এসময় তিনি পুনরায় আবার জাকসু নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল প্যানেল বিজয়ী হতো বলেও বলেন তিনি। উল্লেখ্য গেল ১১ই সেপ্টেম্বর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com