জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি: নেত্রকোনার মদনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মদন  উপজেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল আজ মঙ্গলবার  (১৭ সেপ্টেম্বর ) 

 উপজেলা মডেল মসজিদ  মিলনায়তনে মাওলানা মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, হাফেজ মাওলানা আব্দুর রউফ , হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

সবশেষে  সকলের সম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মদন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আনোয়ার হোসেন ও

 হাফেজ মাওলানা নজরুল ইসলাম উপজেলা সাধারণ সম্পাদ করে এবং পৌরসভার  আহ্বায়ক হলেন,দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী ও সদস্য সচিব হাফেজ আব্দুর রউফ পরে তিন বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।