অনলাইন ডেক্স: তুরস্কে সাধারণ ট্যাপের পানি মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করার অভিযোগে বিলাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত পাঁচ মাস ধরে তিনি এই প্রতারণা চালিয়ে অন্তত ২৫ লাখ ডলার বা ৯ কোটি তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) আয় করেছেন।
তদন্তে উঠে এসেছে, প্রতিদিন তিনি ২০ টন ট্যাপের পানি ‘জমজমের পানি’ বলে বিক্রি করতেন। প্রতিদিন তার আয় হতো প্রায় ২২ হাজার ডলার বা ৬০ হাজার লিরা। রোববার পুলিশ তাকে গ্রেপ্তারের পর তার ব্যবসা কেন্দ্র থেকে ১৫ টন (১৫ হাজার লিটার) মজুত করা ট্যাপের পানি উদ্ধার করে।
বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এটি জমজমের পানি নয়। পানিগুলো যেসব জারে সংরক্ষণ করা হয়েছিল, সেগুলো সৌদি আরবে তৈরি এবং তাতে সৌদি সরকারের লেবেলও ছিল। তবে জারগুলোর লেবেল ভুয়া বলে স্বীকার করেছেন বিলাল।
জমজমের পানি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। তুরস্কে এর চাহিদা অনেক বেশি। বিশেষ করে রমজান মাসসহ বিভিন্ন ধর্মীয় উপলক্ষে তুরস্কের লোকজন জমজমের পানি পান করতে আগ্রহী। তুরস্কের বাজারে বোতল ও ক্যানজাত জমজমের পানি পাওয়া যায়, যা আমদানি করা হয় সৌদি আরব থেকে।
বিলালের এই প্রতারণা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তদন্ত চলছে এবং পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।