জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন

নিজস্ব  প্রতিনিধি: জন্মদিনের মুহূর্ত স্মরণীয় করে রাখতে গত ৪ বছর ধরে জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করে চলেছেন কুষ্টিয়ার সন্তান আশরাফউদ্দিন নজু। প্রতি বছর এই দিনটিতে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষকে উপহার প্রদানের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এ বছরও একইভাবে  অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন আশরাফউদ্দিন নজু।

২২ জানুয়ারী বুধবার আশরাফউদ্দিন নজুর ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার থানাপাড়াস্থ নিজ বাসভবনে ভিন্নধর্মী আয়োজন মানুষের নজর কেড়েছে। দিনটি উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী ৩ ব্যক্তিকে হুইলচেয়ার ও অসহায় এক নারীকে আর্থিকভাবে সাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছেন তিনি। এসময় তার সহধর্মিণী ডা: জেসমিন আক্তার সাথে থেকে উপহারগুলো হস্তান্তর করেন। ভিন্নধর্মী এই আয়োজন উপভোগ করতে আরো উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন শুভ, লিটন আলী, অরুণ বিশ্বাস, সোহেল রানা প্রমুখ।
এদিকে উপহার পেয়ে উচ্ছ্বসিত মানুষগুলো অনুষ্ঠান পরবর্তীতে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। ষাটোর্ধ্ব হাসান আলী বলেন, গত ২ বছর আগে এক দূর্ঘটনায় তার হাত ও মাজার হাড় ভেঙে যায়। তার ১ বছর পর নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। আর্থিকভাবে অসচ্ছল মানুষটির হুইলচেয়ার খুব প্রয়োজন হলেও টাকার অভাবে কিনতে পারেনি। এবার সেই হুইলচেয়ার উপহার পেয়ে অনেক খুশি তিনি। জানালেন, কারোর সহযোগিতায় নয় চেয়ারের চাকা ঘুরিয়ে এদিক ওদিক যাবেন তিনি। হুইলচেয়ার উপহার পাওয়া আরেকজন সবিতা রানী। আড়ষ্ট ভাষায় তিনি জানালেন, খুব ভালো খুশি হয়েছি। হাঁটতে চলতে পারবো।

জন্মদিনে ভিন্নধর্মী এই আয়োজনের আয়োজক আশরাফ উদ্দিন নজু বলেন, মানুষকে সহযোগিতা করতে পারাটা ভাগ্যের বিষয়। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। এজন্য আমি সবসময় চেষ্টা করি নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। সহযোগিতা পাওয়া মানুষগুলো কখনো যাতে নিজেকে ছোট না ভাবে সেজন্য আমি উপহার দিয়ে থাকি। যারা উপহার পায় তারা খুশি হয়, আর তাদের খুশিতে আমি আরো বেশী খুশি হই।
উল্লেখ্য, আশরাফউদ্দিন নজু একজন আন্তর্জাতিক শিশু সংগঠক। সেই সাথে তিনি একজন সফল ব্যবসায়ী। কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি তিনি। সাংস্কৃতিক মনা আশরাফউদ্দিন নজু কুষ্টিয়ার একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।