অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল কিভাবে দেশ পুনর্গঠন করতে চায়, তারই অংশ হিসেবে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি শুধু দলের অভ্যন্তরে সীমাবদ্ধ না রেখে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সংস্কারে জনগণের মতামত গুরুত্বপূর্ণ: তারেক রহমান জানান, জনগণের মতামতের ভিত্তিতে ৩১ দফায় প্রয়োজনীয় পরিবর্তন বা সংযোজন করা হবে। তিনি বলেন, “বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে। জনগণ যা চায়, দলকেও সেই অনুযায়ী পরিচালিত হতে হবে।”
বিভ্রান্তি দূর করার পরামর্শ: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “গত চার মাসে কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এটি রোধ করতে হবে।”
আস্থা ও সমর্থন ধরে রাখার আহ্বান: তারেক রহমান সতর্ক করে বলেন, “যদি নেতাকর্মীদের লক্ষ্য জনগণের আস্থা ও সমর্থন অর্জন না হয়, তবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। তাই দলের প্রত্যেক সদস্যকে জনগণের ভালোবাসা ও সম্মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন, “মানুষ এক রকম নয়। তেমনি দলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য হওয়া উচিত জনগণের সমর্থন ও আস্থা ধরে রাখা। এতে বিএনপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে।”