চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস বহাল, আপিল খারিজ

চ্যানেল7বিডি ডেক্স: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।

আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ফলে বিচারিক আদালতের দণ্ড বাতিল করে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল থাকলো বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আদালতে কে কোন পক্ষে ছিলেন
দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আসিফ হোসাইন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

চ্যারিটেবল ট্রাস্ট মামলার সংক্ষিপ্ত ইতিহাস
২০১৮ সালের ২৯ অক্টোবর বিচারিক আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।
এই রায়ের বিরুদ্ধে ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।
পরে ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খালেদা জিয়া ও অপর দুই আসামিকে খালাস প্রদান করেন।

আরও যারা খালাস পেয়েছেন
জিয়াউল ইসলাম (হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব)
মনিরুল ইসলাম খান (সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব)

এই রায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট মামলার সকল আইনি জটিলতা শেষ হলো।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *