নিজস্ব প্রতিবেদক ;বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দিন-তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তবে আগামী মাসের প্রথমার্ধে খালেদা জিয়ার দেশ ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। আজ বুধবার বিকেলে জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।