আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটার ভরতখালীতে নদী শাসন ও নদী ভাঙ্গনরোধের কাজ বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ভরতখালি ইউনিয়নের দক্ষিণ উল্যা-বরমতাইড় এলাকার যমুনা নদীর তীর সংলগ্ন স্থানীয় সাধারণ মানুষ এ কর্মসূচির আয়োজন করেন।
যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারী এবং সাঘাটা উপজেলার গোবিন্দি ও হলদিয়া এলাকা রক্ষা”—শীর্ষক প্রকল্পের আওতায় বরমতাইড় এলাকার ১ নম্বর প্যাকেজে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ব্লক তৈরির কাজ শুরু হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতারা চাঁদা দাবি করে ঠিকাদারকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করে এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সকল শ্রেণীর পেশার নারী-পুরুষ সহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে বক্তারা বলেন,“নদী শাসন প্রকল্পটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিস্বার্থে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।”
বক্তারা অভিযোগ করেন,“দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র যমুনা নদীর ভয়াবহ ভাঙনে এলাকার শত শত পরিবার গৃহহীন হয়েছে। অবশেষে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী শাসন ও ভাঙনরোধের কাজ শুরু হলে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি ওই কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এতে করে আবারও নদীভাঙনের শঙ্কায় পড়েছে নদীপাড়ের মানুষ।”
তারা আরও বলেন,“চাঁদাবাজ হাঠাও,নদীর কাজ বাঁচাও। আমরা নদীভাঙনে সর্বস্ব হারিয়েছি। এখন যদি কাজ বন্ধ হয়,তাহলে পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—এই কাজ যেন অবিলম্বে পুনরায় শুরু করা হয়।”
এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম জানান,“কাজ বন্ধের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”