চলে গেলেন কবি হেলাল হাফিজ

নিজস্ব প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয় :বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুক্রবার বিকেলে নেয়া হলে চিকিৎসক কবিকে মৃত বলে জানান। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ কালজয়ী এ কবিতার লেখক কবি হেলাল হাফিজ মারা গেছেন। বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুক্রবার বিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানী শাহবাগে অবস্থিত সুপার হোমের টয়লেটে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। হোম কর্তৃপক্ষ সেখান থেকে কবিকে বিএসএমএমইউতে নিয়ে যান। কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৬ বছর। তার লেখালেখির শুরুটা ষাটের দশকে। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে’। এর ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর ।

২০১৯ সালের ডিসেম্বরে তার ৩৪টি কবিতা নিয়ে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয় তৃতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ।

নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে ১৯৪৮ সালের ৭ অক্টোবর জন্ম নেয়া এই কবির শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নিজ শহর নেত্রকোণাতেই।

১৯৬৫ সালে নেত্রকোণা দত্ত হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে নেত্রকোণা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।