ডেক্স নিউজ: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় দলীয় ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় বসবাস করতেন। সাজ্জাদ বাকলিয়া থানা ছাত্রদলের রাজনীতি করতেন।
সংঘর্ষে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি মেয়র ডা. শাহাদাত ও তার অনুসারী এমদাদুল হক বাদশার সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হুমায়ুন রশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হুমায়ুন রশিদের ভাষ্য অনুযায়ী, যুবদলের ব্যানারে খুলে ফেলার সময় বাধা দিলে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে তাদের একজনকে হত্যা করেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে।
তিনি জানান, সাজ্জাদ ছাড়াও গুলিবিদ্ধ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। এক্সেস রোডের ঘটনায় ১৮ থেকে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, আবার কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ