গ্লোবাল সাউথ সামিটে ঢাকায় বসেই অংশ নিলেন ড. ইউনুস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস তৃতীয় “ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ” সামিটে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন।

আজ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় থেকে এই বৈঠকে যোগ দেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার ড. ইউনুসকে এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। দুই নেতার মধ্যে টেলিফোন আলাপের সময় এই আমন্ত্রণ জানানো হয়, এবং ড. ইউনুস তৎক্ষণাৎ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. ইউনুসের প্রথম কোনো বহুজাতিক আয়োজন, যেখানে তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে যুক্ত হলেন।

এই সামিটের উদ্বোধনী অধিবেশন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এর আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।