গ্রেফতার হলেন সাবেক মন্ত্রী দীপু মনি

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্যটি রাতে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় বিভিন্ন মামলা রয়েছে, এবং এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।