গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মনোনীত গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কাশিয়ানীর সাতটি ইউনিয়নের যৌথ আয়োজনে এ জনসভা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, আগামীতে দিনের ভোট রাতে আর হবে না।গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দেশে এখন নির্বাচনী আমেজ, মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি।এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, এ্যাড. এম. এ. আলম সেলিম। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বলে জানান স্থানীয় নেতারা।