গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ-১ আসনের বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সেলিম তার রাজনৈতিক পথচলার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “নির্বাচনে বিজয়ী হলে মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত ৮-১০ সদস্যের টিমের অগ্রগতির কথা জানান। শিক্ষক-অভিভাবকদের মতামত নিয়ে আগামী বছর থেকেই শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে সেলিম সেগুলোর উত্তর দেন।
শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।