মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেছেন, গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় মদদে বিচারবহির্ভূত যেসব গুম, খুন ও দূর্নীতি হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন হতে হবে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা ও দেশের মানুষ আবারও সড়কে নামবে। আজ শনিবার (১১ জানুয়ারী) মনোহরদী বাসষ্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি ও জিয়া পরিবার। খালেদা জিয়ার নেতৃত্বে ১৭ বছর আমরা লড়াই করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন।
জুয়েল বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। স্বৈরাচারী সরকার এদেশে দখল, নিপীরন, নির্যাতন, গুম, খুনের রাজত্ব কায়েম করেছিল। তারা মানুষকে মানুষ মনে করেনি। জনগনের অধিকার এবং তাদের মুখে হাসি ফুটানোর জন্য একদিনও চিন্তা করেনি। তার দলের লোকজনের উন্নয়নের জন্য লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচার করেছেন।
তিনি আরও বলেন, যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে। যারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাাঁড়াবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। বিগত অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না। তাদের আনুগত্য পার্শবর্তী দেশ ভারতের সঙ্গে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাকমাদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেন্টু আজমল ভুইঁয়া, মনোহরদী পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু, কৃষকদলের আহবায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোজাম্মেল হক উজ্জল, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক করুন আকন্দ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খিদির পুর ইউনিয়ন ছাত্রদলের রাশেল ও বাছেদ প্রধান প্রমুখ।