গাবতলী মহিলা কলেজে পরীক্ষার্থীদের বিদায়

আল আমিন মন্ডল (বগুড়া)- গতকাল বুধবার বগুড়ার গাবতলী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অত্র কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউন নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, থানার ওসি আবুল কালাম আজাদ। সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম ও আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সুলতানা বিদৌরা, আব্দুস সবুর, গভর্নিং বর্ডির সদস্য  আব্দুল হক, আব্দুল বারীসহ অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।