গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও সভা

নিজস্ব প্রতিবেদক: “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের নব-নির্মিত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু ও শামিমা আকতার সুমি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, থানার ওসি আশিক ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা আ’লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সালাম ভূলন, মৎস্য চাষে সফল উদ্যোক্তা মাহবুবুর রশিদ চৌধুরী সৈকত প্রমখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, আলতাব আলী, আব্দুর রশিদ মোল্লা, আ’লীগ নেতা মোমিনুল হক শিলু, মাহবুব মিল্টন, নজরুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ মৎস্যজীবি, মৎস্যচাষীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ। শেষে ৪টি ক্যাটাগড়িতে ৪জন সফল মৎস্য চাষীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন, পাঙ্গাস চাষে সাজ্জাদুল ইসলাম রাজু, পাবদা-গলসা চাষে আশিকুল ইসলাম, পাবদা-গলসা পোনা উৎপাদনে জয়ন্ত কুমার মন্ডল এবং রুই জাতীয় মাছ চাষে মামুনুর রশিদ চৌধুরী সৈকত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।