নিজস্ব প্রতিবেদক : গাজীপুর-৩ আসনে ধানের শীষের টিকিট পেলেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির নমিনেশন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীতা তালিকা ঘোষণা করেন।
এদিকে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু’র নাম ঘোষণা করার পরই গাজীপুর-৩ আসনের বিভিন্ন স্থানে তার সমর্থকরা আনন্দ মিছিল শুরু করেন। তারা বলেন, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু একজন ত্যাগী ও পরিক্ষিত বিএনপি কর্মী। দলের দুঃসময়ে তিনি অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন। তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার যথার্থ মূল্যায়ন করেছেন।