গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল ও যুগ্ম-আহ্বায়ক মো. নাসির উদ্দিনের যৌথ স্বাক্ষরে একটি পূর্ণাঙ্গ কমিটি করার শর্তে তিন মাসের জন্য ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

নবগঠিত আহ্বায়ক কমিটিতে নূরুল ইসলাম ফরহাদকে আহ্বায়ক করা হয়েছে। এতে যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, সামচুল আলম খান, মনির হোসেন, সফিকুল ইসলাম মুন্সী। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এনামুল হক মোল্লা, আমজাদ হোসেন রাসেল, মাইদুল আলম, জিল্লুর রহমান, ইব্রাহীম হোসেন, আব্দুর রশিদ ও আতাউর রহমান মেম্বার।  

নবগঠিত কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ বলেন, দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাধ মিলিয়ে কাজ করে যাবো। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।