গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায়, ওয়ার্ড যুবদল নেতা মুক্তাদির আহমেদ লিপু মোল্লার বাসায় ককটেল বিস্ফোরণ করে একদল দুর্বৃত্ত

 নিজস্ব প্রতিনিধি: সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ২ টায় এরশাদ নগর ৬ নং ব্লক এলাকায় মুক্তাদির আহমেদ লিপু মোল্লার বাসায় ককটেল বিস্ফোরণ করে একদল দুর্বৃত্ত। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাসায় থাকা লিপু মোল্লার বাবা-মা ও প্রতিবেশীরা ।

এ ঘটনায় যুবদল নেতা মুক্তাদির আহমেদ লিপু মোল্লার বাবা মানিক মোল্লা টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিপু মোল্লা জানান, আনুমানিক রাত ২ টার সময় একদল (৮/১০ জন) দুর্বৃত্ত আমার বাসার দরজায় ককটেল বোমা বিস্ফোরণ করে। এবং বাহির থেকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এ ব্যাপারে সঠিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।