গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ​মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী ও শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংবাদিকতা পেশায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতার অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যাণে তার প্রচেষ্টা চিরস্মরণীয় হয়ে থাকবে।

​গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, এম কাজল খাঁন এর সভাপতিত্বে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ​সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোহাম্মদ সুমন চৌধুরী। ​ভাওয়াল পত্রিকার সম্পাদক, মোঃ মনিরুজ্জামান মনির। ​এটিবি ৭১ (ATB 71) এর ব্যবস্থাপনা সম্পাদক, ডাঃ আব্দুল হামিদ। ​গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি, আব্দুল ওহাব রিংকু। ​এছাড়াও শোক ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মীর মোঃ আবদুল হালিম, মোঃ মাসুদ করিম, মোঃ রাজু আহমেদ, মোঃ সুজন, এস,এম জাহিদ হোসাইন, ওয়াসিম রেজা, জাকারিয়া শিকদার, মুন্নি আখতার, সুলতানা সরকার, মুক্তা রিনা সহ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

​সমগ্র অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হারুনুর রশিদ যুক্তিবাদী। মোনাজাতে দেশের সকল সাংবাদিকদের কল্যাণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।

​অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সাংবাদিক মহলে তার অবদানকে স্বীকৃতি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com