অনলাইন ডেক্স : গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা চালক দলের সভাপতি ও গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন গতকাল রাতে আকস্মিক ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদে গাজীপুরের সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, “আল মামুন ছিলেন আন্তরিক, সদালাপী ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত একজন মানুষ। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজসহ আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি।” শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান এক পৃথক বিবৃতিতে বলেন, “মরহুম আল মামুন তার কর্মযজ্ঞ, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে গাজীপুরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাংবাদিক সমাজের প্রতি তাঁর অকৃত্রিম সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।”
মরহুমের ইন্তেকালে গাজীপুরের সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ নেমে এসেছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন—আমিন।