মোঃ শাহ আলম সরকার: গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর হইতে বলিয়াদী (সওজ) গাজীপুর জেলা এলজিইডি প্রকল্পের অধীনে বহুদিন পরে রাস্তার সংস্কার কাজ শুরু করেছে এই রাস্তাটা হচ্ছে মাওনা শ্রীপুর টু ধামরাই বহুদিন পরে মোটা পাথর দিয়ে পিচ্ ঢালায়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান টি বলিয়াদী কালিয়াকৈর ডিগ্রী কলেজ সামনে রেলওয়ে লাইনের যে ভাঙ্গা খন্দ রহিয়াছে তা সংস্কার করা হবে কিনা তা, এখনো নিশ্চিত নয় আমরা, সংস্কারের কাজ হবে কিনা তা কেউ বলতে পারছেন না।
রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনায় আকুল আবেদন জানিয়েছেন এলাকায় বাসি। গাজীপুর জেলার সওজ উপ পরিচালক মহোদয়ের সুদৃষ্টি একান্ত ভাবে কামনা করেন উপস্থিত অত্র এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
কালিয়াকৈর হয়ে মাওনা চৌরাস্তায় হাইওয়ে রোডের এই অংশে অতি শীঘ্রই সংস্কার কাজ করার জন্য জনগণ আকুল আবেদন কর্তৃপক্ষের কাছে যে কোন সময় দুর্ঘটনা সম্মুখীন হতে পারে সাধারণ জনগণ
একটি পরিবারের দুর্ঘটনা হলে সারা জীবন কান্নার স্মৃতি হয়ে যেন না থাকে আমরা সকলে মিলে এই আকুল আবেদন।
উপস্থিত এলাকায় প্রতিটি মানুষ বলেছেন এটা আমাদের জন্য অনেক চাওয়া পাওয়ার বিষয়ে।সওজ গাজীপুর জেলা এলজিইডি প্রকল্পের। উপ-পরিচালক মহোদয়ের সুদৃষ্টি একান্ত ভাবে কামনা করছি আমার কালিয়াকৈর উপজেলা বাসি।