গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ শাহ আলম সরকার : গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক জন জাগরণ-এর কান্ট্রি এডিটর এবং চ্যানেল ২১-এর ব্যুরো প্রধান, একই সঙ্গে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সদস্য সাংবাদিক মোঃ জুলফিকার আলী জুয়েলকে কোনাবাড়ীতে “নিউ মুন ফ্রেশ আবাসিক হোটেল”-এর মালিক, ম্যানেজার ও স্টাফরা প্রকাশ্যে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর প্রতিবাদ জানাতে এবং সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হোটেলটির মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি তোলেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো: শিহাব উদ্দিন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক জন জাগরণ), জি.এস. জয় (নির্বাহী সম্পাদক, দৈনিক জন জাগরণ), মোঃ আশরাফুল ইসলাম (হিমেল) সম্পাদক ও প্রকাশক দৈনিক মুক্ত ভোর ২৪, মোঃ শাহ আলম সরকার স্টাফ রিপোর্টার দৈনিক আজকের আলোকিত সকাল, গাজী মামুন (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি), ইব্রাহিম খলিল (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ভোরের আলো), এস এম রবিউল ইসলাম (কোনাবাড়ি থানা প্রেস ক্লাব), আবু সালেক ভূঁইয়া (ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক জন জাগরণ), মো: জিল্লুর রহমান (হেড অফ মার্কেটিং, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), দেলোয়ার হোসেন (রিপোর্টার, ৭১ টিভি), মোঃ সাগর (স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণা), মো: মাসুদ (রিপোর্টার, জন জাগরণ), সাবিনা ইয়াসমিন (স্টাফ রিপোর্টার, দৈনিক জন জাগরণ ও চ্যানেল ২১), রিয়া মনি (এশিয়ান টিভি), পিংকি (দৈনিক মাতৃ জগত), জুলফিকার আলী জুয়েল (কান্ট্রি এডিটর, দৈনিক জনজাগরণ ও ব্যুরো প্রধান, চ্যানেল ২১, এবং সদস্য, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), জাহাঙ্গীর আলম পায়েল (দৈনিক প্রতিদিন খবর), তাইসেন আহমেদ রোহান (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের আলো), পিংকি আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃ জগত)। এছাড়াও সেখানে আরও অনেক স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন, যাদের নাম জানা যায়নি।

বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যাবে। তারা প্রশাসনের কাছে অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com