গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

ইউএনবি নিউজ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (টাইলস মার্কেটের) সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) দুইজন নিহত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।

অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।