গাজীপুরে যুবদলের উদ্যোগে র‍্যালী

মাহবুব আলম জুয়েল : গাজীপুরের রাজবাড়ী মাঠে যুবদলের উদ্যোগে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকার ১২ই নভেম্বর মঙ্গলবার একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর যুবদল আহ্বায়ক সাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর যুবদল সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন সহ মহানগরীর ৯টি থানা যুবদল ও ৫৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত হন।

গাজীপুর ভাওয়াল রাজবাড়ীর মাঠ হইতে যুবদলের র‍্যালিটি গাজীপুর শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শেষ হয়। সমাবেশের আগে যুবদলের নেতাকর্মীদের নগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ড থেকে রঙিন ক্যাপ পরে, প্ল্যাকার্ড হাতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।