গাজীপুর প্রতিনিধি :গাজীপুর মহানগরের গাছার ছয়দানা বাসন এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে পাইকারি ব্যবসায়ী মাহবুব হোসেনের দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এসময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি, রাম দা, সামুরাই ও লোহার পাইপ দিয়ে ওই ব্যবসায়ীর দোকান, বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এঘটনায় আহত হয়েছেন ব্যবসায়ীর বৃদ্ধ পিতা-মাতা এবং ভাড়াটিয়া সহ অন্তত ৫-৭জন।তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় গাছা থানায় একটি মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, হামলাকারিরা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার পালিত ক্যাডার বাহিনীর সদস্য এবং তার নির্দেশেই হামলার ঘটনা ঘটেছে, হালিম মোল্লার লোকজন পোস্ট অফিসের জায়গা দখল, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজিসহ এমন কোন কাজ নেই যা তারা করছে না । তবে এ ব্যাপারে জানতে হালিম মোল্লার মুঠোফোনে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী মাহবুব হোসেন জানান, গত শুক্রবার দুপুরে রুবেল মন্ডল (৩৮), আল আমিন (৩২), ইমরান (২৪), ইউসুফ (২২), খোকা (১৯), সামিউন বাছির (২০), জাকির (৪৫), সাগর(২০), সজিব (১৯)সহ অজ্ঞাতনাম আরও ১৮/২০জন অস্ত্রধারী সন্ত্রাসী ছেন, চাপাতি, রামদা, সামুরাই ও লোহার রডসহ তার দোকানে এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অপারগতা জানালে তারা দোকানে ঢুকে তাকে মারধর করে এবং বাড়িতে ঢুকে তার বাবা আফিজ উদ্দিন ও মা মোসাঃ মমতাজ বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের সাহায্যে এগিয়ে আসা ভাড়াটিয়া উজ্জল ও লোকমানকেও একইভাবে মারধর করে আহত করে।

এসময় সন্ত্রাসীরা দোকান থেকে নগদ ৮০ হাজার টাকা, ৪৫ কার্টুন সিগারেট (মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা), ৩০ হাজার টাকার মোবাইল কার্ড, তিনটি ফ্রিজ (মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা) ও অন্যান্য মালামাল লুটে নেয়। এ ছাড়া দোকানের বিভিন্ন পণ্য ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে। হামলার আগে তারা মাহবুবের ফুফাতো ভাইয়ের ব্যবসায়িক সমবায় অফিসে ভাঙচুর চালিয়ে ৬০ হাজার টাকার মালামাল নষ্ট ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ করেন তিনি।
এব্যাপারে যোগাযোগ করা হলে গাছা থানার ওসি আলী হোসেন রাশেদুল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।