গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর থানার সামনে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল সন্ত্রাসী ওই সাংবাদিককে টেনে হিঁচড়ে রাস্তার ওপর ফেলে পাথর দিয়ে আঘাত করছে। ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কেউ হামলাকারীদের বাধা দেয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানার মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগীর সহকর্মী তমা জানান, “সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালীরা থানার সামনেই তাকে কিলঘুষি ও পাথর দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পুলিশ পাশে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমরা নিজেরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “পুলিশ তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি, এবং কেউ গ্রেপ্তারও হয়নি।”
সাংবাদিক সমাজ বলছে—থানার সামনের মতো স্পর্শকাতর এলাকায় এমন হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তা দেশের আইনের শাসন ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি।