জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ৪৭নং ওয়ার্ড তিস্তার গেইট এলাকায় গত ২১ মার্চ ২০২৫ইং তারিখ বিকেলে খেলুধুলা নিয়ে ১২ বছরের কিশোর রিফাতের সাথে গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের কথিত নেতা এবং মেয়র জাহাঙ্গীরের ক্যাডার শুভ’র ১২ বছরের ছেলে সাথে ঝগড়া ও হাতাহাতি হয়। পরবর্তীতে ক্যাডার শুভ’র ছেলে আঘাতপ্রাপ্ত হয় এবং মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
পরবর্তীতে রিফাতের বড় ভাই মোঃ ইমরান মেয়র জাহাঙ্গীরের ক্যাডার শুভ’র সাথে কথা বলে জানায়, যেহেতু মারামারিতে আপনার ছেলে আহত হয়েছে, তাই আপনার তার ছেলের চিকিৎসার সকল দায়ভার আমি নিলাম এবং ওর সমস্ত চিকিৎসা আমি করাবো। কিন্তু তারা আমার কোন কথা না শুনে আওয়ামী সন্ত্রাসী মেয়র জাহাঙ্গীরের ক্যাডার শুভ তার দলবল নিয়ে সেদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং লুটপাট করে।
ইমরান আরও বলেন, এসময় আমার বাবা মা তাদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী তাদেরকেও মারধর করে আহত করে। এসময় আমার বাবার জমানো নগদ ১,২৫,০০০/- এক লক্ষ পচিশ হাজার টাকা এবং আমার ব্যবসার জন্য রাখা ৮৫,০০০/- পচাঁশি হাজার টাকা এবং বাসার ২ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, পরবর্তীতে এবিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে সন্ত্রাসী শুভ তা না মেনে আমার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। তাদের ভয়ে বর্তমানে আমার বাবা-মা এবং ছোট ভাই বর্তমানে এলাকাছাড়া।
এবিষয়ে জানতে বিবাদী শুভ’র মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি।