গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

এম এস আই জুয়েল পাঠান :-গাজীপুরে শিল্প কারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জলাই) সন্ধ্যায় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই চার নেতা হলেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান ওরফে স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ওরফে সাথী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সুষ্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরণের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী। সুতরাং এসব কর্মকান্ডের জন্য আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হয়েছে।’

এছাড়া বহিষ্কৃত সকল নেতাকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের আদেশ দিয়েছেন।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম তাদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই চারজনের বিরুদ্ধে গাজীপুর টঙ্গী সহ বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দল ওই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই। এসব বিষয়ক তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করেন। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দল তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *