আসকর আলি, গাজীপুর : গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জয়দেবপুর জোন।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নগরীর বাসন থানাধীন নাউজোর বাবু মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি শিল্প কারখানা ও তিনজন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ পাইপ ও চুলা খুলে নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানি দাস। তিতাস গ্যাসের প্রকৌশলী মোস্তফা মাহবুবসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।