গাজীপুরের বায়ু দূষণ শীর্ষক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা 

জেলা প্রতিনিধি: গাজীপুর গাজীপুরে টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় শিশু ও যুব ফোরামের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে বায়ু দূষণ বিষয়ক লার্নিং ক্যাম্প মিলন মেলা শনিবার ৭ই সেপ্টেম্বর বেলা ১ টায় টঙ্গীর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টঙ্গী আরবান প্রোগ্রাম এর ম্যানেজার মানষ বিশ্বাস এর সভাপতিত্ব ও বনি হালদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, আইইউবিটি ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ডাক্তার ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ৪৯,৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা কাদের, টঙ্গী আরবান প্রোগ্রাম এর এডভোকেসি ও ক্যাম্পিং কোঅর্ডিনেটর মীর রেজাউল করিম, জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।