শেখ রাজীব হাসান : গাজীপুরকে একটি নিরাপদ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। আজ দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখবে। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ শিল্পনগরী গাজীপুরে জননিরাপত্তা নিশ্চিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এ জন্য ২৪ ঘণ্টা পুলিশ জনসেবায় নিয়োজিত থাকবে এবং প্রতিটি কল ও অভিযোগের দ্রুত সাড়া দিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ টিম মাঠে সক্রিয় রয়েছে। অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও কিশোর গ্যাং কার্যক্রম কমিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের সেবার মান উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, চুরি-ছিনতাই রোধ এবং থানা পর্যায়ে জনবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এ সময় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মী এবং জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।