গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের ভোট স্থগিত করেছে ইসরায়েল।

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বৃহস্পতিবার সকালে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটির কথা থাকলেও, তা শেষ মুহূর্তে স্থগিত করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সব শর্তে সম্মতি না দেওয়া পর্যন্ত এই ভোট হবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে নতুন কিছু শর্ত যোগ করতে চাইছে। এ নিয়ে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “হামাস কিছু ছাড় আদায় করতে চাচ্ছে। তাদের সব শর্তে সম্মতি না পাওয়া পর্যন্ত মন্ত্রিসভার ভোট হবে না।

চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির সরকারের পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, “এই চুক্তি বেপরোয়া। এটি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জন মুছে যাবে, আর হামাস অপরাজিত থাকবে।

এর আগে, বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে একাধিক পোস্ট করেছেন।

উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর। যুদ্ধবিরতি চুক্তি আগামী রবিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *