নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর গাছা ৩৭নং ওয়ার্ডের চান্দুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার মাঠে খেলার আয়োজন করে চান্দুরা ক্রীড়া সংঘ ক্লাব। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান উদ্বোধন করেন গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া চেয়ে বলে দল আমাকে মনোনীত করলেন সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।
এছাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ইদ্রিস খান সাবেক সাধারণ সম্পাদক গাছ থানা বিএনপি, শাহাদাত হোসেন বকুল মোল্লা, সহ-সভাপতি গাছা থানা বিএনপি, মির্জার শফি সাবেক সভাপতি ৩৭ নং ওয়ার্ড বিএনপি, আলহাজ্ব মুজিবুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি, খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।