সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সাঘাটায় মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ই জুলাই) জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার ঘুড়িদহ প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন,সহ-সভাপতি তোতা মিয়া, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নুরুন্নবী সরকার মিঠু, উপজেলা জাপার সদস্য সচিব মমিতুল হক নয়ন,যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সূর্য,উপজেলা যুব সংহতির সভাপতি তমাল হোসাইন মন্ডল,সাধারণ সম্পাদক এস এম একরাম হোসেন,প্রচার সম্পাদক ফয়জার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান তারা মির্জা প্রমূখ।
এ সময় সভাপতি আতাউর রহমান সরকার আতা বলেন, “পল্লী বন্ধু এরশাদ না থাকলেও সাধারণ মানুষ তার আদর্শ কে ভুলে যায় নাই। জাতীয় পার্টি নিরিহ জনগণের কল্যাণে আগামীতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।