গাইবান্ধার সাঘাটায় সেনা অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি স্মার্টফোন,দুটি ফিচার ফোন এবং নগদ ৩ হাজার ৩শ ৫১ টাকা।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করেন। এদিকে আটককৃত আসামিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। পরে এ ঘটনায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করলে,বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com