গাইবান্ধার সাঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ উচ্ছ্বাস ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বোনারপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু,জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা,জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন,যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন,আবু হেনা মোস্তফা কামাল মিঠু,আলাউদ্দিন মন্ডল,জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবীর রাঙ্গা,জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান,ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান,মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com