আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে—সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি,লুণ্ঠন ও নৈরাজ্য, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতার সম্বন্ধে অশালীন স্লোগান, মন্তব্য ও চরিত্র হননের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ই জুলাই) সকালে বোনারপাড়ায় সাঘাটা উপজেলা বিএনপি’র আহবানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বোনারপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু,যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ মিলন,জসিউল করিম পলাশ প্রমূখ।
বক্তারা বলেন,“প্রশাসনের নির্লিপ্ততায় দেশে চাঁদাবাজি,লুণ্ঠন ও নৈরাজ্য,প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। মিটফোর্ডে লোমহর্ষক হত্যাকান্ড যারা দেখেছে তারাই কেঁদেছে।আর এই সব কিছু দায়ভার সুপরিকল্পিতভাবে বিএনপি’র উপর চাপানোর চেষ্টা করছে কিছু স্বার্থান্বেষী মহল।”
তারা আরও বলেন,“একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। নিজেরা অপরাধ করে বিএনপি’র নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য থাকলেও প্রশাসন তাদের গ্রেফতার করছে না।”