গাইবান্ধার সাঘাটায় জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজেম আহমদ। 

বুধবার (১ অক্টোবর) তিনি উপজেলার বোনারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার প্রস্তুতি,নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যবিধি অনুসরণ সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মোহাম্মদ কামাহ্ আল তমাল।আরও উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম, আনসার ও ভিডিপি প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এ সময় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা ও উৎসব নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ কামাহ্ আল তমাল ও সাঘাটা থানা অফিসা ইনচার্জ(ওসি) বাদশা আলম জানান,“প্রতিটি মণ্ডপে আমাদের নজরদারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।”

পূজা আয়োজকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com