আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা বাসস্টান্ড সংলগ্ন এমরান হক মন্ডল (পিজন)—এর পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা করে থৈকরেরপাড়া গ্রামের করিম উদ্দিন মন্ডলের ছেলে আফতাব উদ্দিন,আনোয়ার হোসেন,আইয়ুব আলী ও টুকু মিয়ার লোকজন।এসময় তারা সংঘবদ্ধ দলবল নিয়ে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে ব্যাপক ভাংচুর করে ভুক্তভোগী এক নারীকে মারপিট করে। এসময় ৯৯৯-এ কল করে এবং স্থানীয়রা প্রতিরোধ করলে দখলদারীরা কোণঠাসা হয়ে চলে যায়।
ঘটনাসূত্রে জানা যায়,সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত একরামুল হক মন্ডলের ছেলে পিজন মন্ডলের তফসিল বর্ণিত জমি নিজেদের বলে মিথ্যে অধিকারে পূর্ব পরিকল্পিতভাবে আফতাব উদ্দিন গং এর লোকজন হঠাৎ করেই দখলে নেওয়ার অপচেষ্টা করে। এসময় তারা টিনশেড ঘর,৪টি আম গাছ কর্তন করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে পিজন মন্ডল এর স্ত্রী পপি বেগম ঘটনা স্থলে এসে বাঁধা প্রদান করলে তাকে এলোপাতারী মারপিটসহ শ্লীলতাহানি ঘটায় ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। তার আত্মচিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তারা ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন। উপায়ন্ত না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যায়।এ ঘটনায় পপি বেগম বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ২০।
এদিকে, উল্লেখিত বিবাদীরা গাইবান্ধা আদালত হতে জামিন এসে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। এ ঘটনায় প্রিজন মন্ডল বাদী হয়ে গত ০১ জুলাই সাঘাটা থানায় জিডি করেন। যার জিডি নং ২২।
ভুক্তভোগী পিজন মন্ডল জানান, মামলার আসামীগণের হুমকিতে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পৈত্রিক জমি মিথ্যেভাবে দাবী করে দখলের চেষ্টা করে। এছাড়াও রাস্তাঘাটে অকথ্যভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দিচ্ছে। এজন্য আমি প্রশাসনের নিকট আমার নিরাপত্তাসহ ভুমি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাই।