আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মঙ্গলবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা ও সাতটি উপজেলাসহ প্রায় সকল ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু, সদস্য সচিব মাহামুদুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানিসহ অন্যন্যরা।
বক্তারা বলেন, “একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। নিজেরা অপরাধ করে বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য থাকলেও প্রশাসন তাদের গ্রেফতার করছে না।”