আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ “এসো সমাজসেবা নিজেকে নিয়োজিত করি। রক্ত দিন, জীবন বাঁচান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় “সাঘাটা উন্নয়ন সংস্থা”(এসইউএস)—এর উদ্যোগে রক্তদাতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (১৫ই আগষ্ট) বিকেলে সাঘাটা উন্নয়ন সংস্থা(এসইউএস)—এর প্রধান কার্যালয়ে রক্তদাতাদের মাঝে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংস্থার উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক আকন্দ,প্রাক্তন শিক্ষক আমিনুল ইসলাম,মাইটিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেন,মোঃ মিজানুর রহমান মোল্লা,মোঃ সিরাজুল ইসলাম,আনিছুর রহমান,মাহফুজ আহম্মেদ টিটু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “রক্ত এমন এক দান,যা ধনী গরিব ছোটবড় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান মূল্যবান। একজন রক্তদাতা নিজের কিছু হারায় না,বরং অন্যের জীবন বাঁচিয়ে পৃথিবীতে রেখে যান অমূল্য অবদান। প্রতিটি ফোঁটা রক্তের ভেতর লুকিয়ে থাকে নতুন জীবনের আশা,একজন অসহায় রোগীর মুখে ফিরিয়ে আনে হাসি। আমরা গর্বিত আমাদের সেই শ্রেষ্ঠ রক্তদাতাদের নিয়ে,যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য এগিয়ে এসেছেন। তাদের এই মহৎ কাজ প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।আমাদের সকল সুস্থ মানুষের উচিত নিজে রক্ত দেওয়া এবং অপরকে রক্ত দিতে উৎসাহিত করা।”
এছাড়াও স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ-সাংগঠনিক আসিফ মাহমুদ,ত্রাণ-সম্পাদক সুলতান আহম্মেদ,দপ্তর-সম্পাদক খাইরুল ইসলাম,প্রধান রক্ত-বিষয়ক সম্পাদক আব্দুর রউফ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম,তারিকুল ইসলাম তুষার,সাংবাদিক আনসারুজ্জামান রেজুয়ান,সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম,সাঘাটা উপজেলা শাখর সাধারণ-সম্পাদক জুলফিকার আলি ভুট্টু সহ সকল জেলা ও উপজেলার দায়িত্বরত সেচ্ছাসেবক সদস্যগণ।